অন্নপূর্ণ বেস ক্যাম্প ট্রেকিং প্যাকেজ
ট্রেকিং প্লান
১ম দিন | পোখারা থেকে মেঘের সাথে করে বাসে করে জিনুডাডা চলে আসবো। তারপর গরম পানির ঝর্ণ দিয়ে গোসল করে, শান্তির একটু ঘুম দিবো। চাইলে, পাহাড়ে বসে পূর্ণিমার চাঁদ দেখতে পারেন। আমরা বাঁধা দিবো না। |
২য় দিন | আজকের থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। যাত্রা পথে চমরং গ্রাম, পাহাড়ি পথ, ঝর্ণা, সবুজের প্রকৃতি উপভোগ করতে করতে জিনুডাডা থেকে আমরা আপার সিনওয়া চলে যাবো |
৩য় দিন | তারপর দিন সকালে নাস্তা করে আমরা রওনা দিবো দেওরালির দিকে। আমরা বেম্বো, ডোবান, হিমালয়ার মত অসাধারণ কিছু জায়গা উপভোগ করতে করতে যাবো। পথে যেতে যেতে অন্নপূর্ণ, মাছাপুছে খানিকটা উকি দিবে। |
৪র্থ দিন | ৪র্থ দিন আমরা নাস্তা করে রওনা দিবো অন্নপূর্ণা বেস ক্যাম্প এর দিবে। MBC তে আমরা দুপুরের খাবার খেতে খেতে মাছাপুছের সৌন্দর্য উপভোগ করবো। তারপর পৌছে যাবে সেই, মাহিন্দ্র খনে মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। সেখানে আমরা রাতে থাকবো। |
৫ম দিন | অসম্ভব সুন্দর একটা পৃথিবী দেখার জন্য, খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে যাবো। এখানে দুই লাইন লিখে অন্নপূর্ণার সৌন্দর্য বর্ণনা সম্ভব না। সেটা আমরা গিয়ে দেখবো ইনশা আল্লাহ। ১০ পর্যন্ত সেখানে থেকে আমরা সরাসরি বেম্বোতে চলে আসবো। বেম্বোতে রাত্রিযাপন করবো। |
৬ষ্ঠ দিন | সকালে নাস্তা করে বেম্বো থেকে জিনুডাডা চলে আসবো। তারপর আমরা পোখারার উদ্দেশ্যে বাসে উঠে যাবো। পোখারাতে নেম যাবো আর আমাদের ট্যুর এইখান থেকেই শেষ। |
➕ যা যা থাকবে
———————
- প্রতিদিন ৩ বেলা খাবার (ট্রেকের সময় শুধু ভেজিটেবল আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
- অভিজ্ঞ নেপালী গাইড।
❌ যা যা থাকবে না
———————
- বিমান ভাড়া
- মেনুর বাইরে যেকোন খাবার
- মিনারেল ওয়াটার, চা, কফি
💸 পেমেন্ট পলিসি
———————-
ট্রিপের ৩০ দিন আগে ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করে আপনার ট্রেকিং নিশ্চিত করতে হবে। উক্ত টাকা বিকাশ, ব্যাংক বা অফিসে এসেও সরাসরি দিয়া যাবে । অগ্রিম টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য।
⛳ অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
———————————————-
- নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ফি পরিশোধ করতে হবে।
- ট্রেকিং সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আয়োজকদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
- ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।
- ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
- সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে
- অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবে না।
- পরিবেশ দূষণ ও প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে।
- দল ছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
- দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
- সম্পূর্ন ট্রেকিংয়ের বিবরণ বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
.
