বিয়ে করাটা আনন্দের হলেও বিয়ের পূর্বের আনুষ্ঠানিকতা বেশ ঝামেলাপূর্ণ। মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়া-দাওয়া থেকে শুরু করে বর-বধূ বা বাসর ঘর সাজানো, বিনোদন দেয়া সবকিছু একসাথে নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য। মেয়ে এবং ছেলে উভয় পরিবারের বেশ ব্যস্ত থাকতে হয় বিয়ের কেনাকাটা কিংবা অন্যান্য আনুষঙ্গিক কাজ কারবারের জন্য। সে ক্ষেত্রে ইভেন্টের কাজ করাটা অন্য সবকিছু থেকে বেশ পরিশ্রম কষ্টসাধ্য এবং ঝামেলার।
অনলাইন ওয়েডিং মার্কেট
আর তাই পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তার ফলশ্রুতিতেই হুমায়রা ডটকম বর্তমান বাংলাদেশে বেশ জনপ্রিয় ওয়েডিং মার্কেট এবং ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে উঠেছে। হুমায়রা সেরা হয়ে উঠার বেশ কিছু কারণ নিয়ে এই লেখায় আলোচনা করা হবে।
১. অভিজ্ঞতা
আমাদের রয়েছে প্রায় ৬ বছরের অভিজ্ঞতা। যেকোন কাজে অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। যে কারো কাজের পূর্ণতা নির্ভর করে সে কাজটি কতটা নিপুণ ভাবে করতে পারে। একজন মানুষের অভিজ্ঞতা যখন বেশী হবে তখন তার ভুলের পরিমাণ কমে যাবে ফলে কাজ হবে নিখুঁত।
হুমায়রা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে তাই আপনার সখের বিয়েকে আরও বেশী আনন্দপূর্ণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
২. সম্পূর্ণ বিয়ের আয়োজন
আমাদের রয়েছে ২০টিরও বেশী ক্যাটেগরি। বিয়ের কাজী থেকে শুরু করে ওয়েডিং কেকের সার্ভিস পর্যন্ত প্রায় সব কিছুর আয়োজন আমরা করে থাকি। তাই বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমাদের দিয়ে আপনি থাকতে পারবেন সম্পূর্ণ চিন্তামুক্ত।
৩. কম মূল্যে সর্বোচ্চ সেবা
কমিউনিটি সেন্টার থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিস এবং ডিজে পার্টি থেকে শুরু করে লাইটিং প্রায় সব ধরণের ভ্যারিফাইড ভেন্ডরের সাথে আমাদের চুক্তি করা। তাই কম মূল্যে পাচ্ছেন সর্বোচ্চ সেবা।
৪. ইচ্ছামত ভেন্ডর পছন্দ করার সুবিধা
কমিউনিটি সেন্টার থেকে শুরু করে মেকাআপ আর্টিস্ট প্রায় সব কিছু আপনার পছন্দমত নির্বাচন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাহায্য নিতে পারেন কোন ক্ষেত্রে কোন ভেন্ডর সেরা।
৫. হানিমুন এবং ট্রাভেলিং সেবা
আমরা শুধু ওয়েডিং নয় আমারা রিজেন্ট, নভো-এয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল বিজনেস এজেন্ট। এছাড়া বিয়ের পরে হানিমুন এবং ট্রাভেলিং সেবাও দিয়ে থাকি আমরা। তাই এই দিক দিয়েও একধাপ এগিয়ে হুমায়রা।
এখানে কেবল সংক্ষিপ্ত ভাবে সামান্য কিছু বিষয় তুলে ধরা হয়েছে আপনি চাইলে এই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন। আমাদের কর্পোরেট অফিসের ঠিকানা Building #11, Road #4/a, Block #E, Rampura, Banasree, Dhaka – 1219.